ফরিদপুরে প্রতীকী “রায়ের বাজার”

কে. এম. রুবেল, ফরিদপুর
শহীদ বুদ্ধিজীবী দিবসে ব্যতিক্রম আয়োজন ছিলো ফরিদপুরে টাউন থিয়েটারের। দিবসটিতে সেদিনের ঘটনা নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে “স্মৃতিতে অম্লান” শিরোনামে রায়ের বাজার বধ্যভূমির ঘটনা প্রতীকী উপস্থাপন করা হয়।
বুধবার সকালে শহরের টাউন থিয়েটারের হল রুমের সামনে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রায়ের বাজারের ঘটনার প্রতীকি প্রদর্শন করেন জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও নাট্যজনেরা।
গোবিন্দ বাগচী মৃন্ময়ের পরিকল্পনা ও নির্দেশনায় প্রামান্য চিত্রের নাট্যরুপ দিয়েছে চাদের হাঁট চিন্ড্রেন থিয়েটার ফরিদপুর।
অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। এসময় পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, টাউন থিয়েটারর সম্পাদক নিমাই গাঙ্গুলি, সাহিত্য ও সংস্কৃতিক উন্নয়ন সংস্থার সিরাজ-ই কবির খোকন, সংবাদিক পান্না বালা প্রমুখ উপস্থিত ছিলেন।
সাজেদা কবিরউদ্দীন প্রাথমিক বিদ্যালয়, ঈশান ইন্সটিটিউশন, এসএ মান্নান ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা এই প্রামান্য চিত্রে অংশ নেয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া তার বক্তব্যে বলেন, আজকের এই প্রদর্শন আমাদের মনে করিয়ে দিয়েছে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের সেই কালোঅধ্যায়। সেদিন কিভাবে বাঙ্গালী জাতির মেধাশুন্য করার লক্ষ্যে পাকিস্তানি বাহিনীর সাথে এই দেশীয় দোসরা নারকিয় হত্যাযজ্ঞ চালিয়েছিলো।
তিনি বলেন, আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের বর্বরতাকে স্মরন করিয়ে দিতে এধরনের আয়োজন বেশি বেশি করতে হবে।