কে. এম. রুবেল, ফরিদপুর
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ১৮সালোর মধ্যে ভোট অনুষ্ঠিত হবে। ভোটের ব্যাপারে যা-যা করার আপনারা করবেন। কারন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। জননেত্রীকে ক্ষমতায় আনলে আমরা শান্তিতে দেশে বসবাস করতে পারব। আমরা বিশেষ করে নারীর ক্ষমতায়ন করতে পারব। নারীরা সমাজে আর নৃগৃহত হবেনা। কাজেই আপনারা সবাই সমবেত হয়ে সবার কাছে যান সবাইকে এই শেখ হাসিনার আমলের উন্নয়নের কথা বলেন।
মন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরের বদরপুরস্থ মন্ত্রীর বাস ভবনে আয়োজিত নারী’র সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রশাসক উমে সালমা তানজিয়া, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা পরিষদের সদস্য ঝর্না হাসান, মহিলা লীগের সায়েদুন্নাহার পান্না, মহিলা যুবলীগের আফসানা ইয়াসমিন কামনা, লুবনা নাজনীন।
সমাবেশ ও ইফতার মাহফিলে ফরিদপুর সদর উপজেলার দুই হাজার নারী অংশ গ্রহণ করেন।