কে. এম. রুবেল, ফরিদপুর
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় বোয়ালমারী, আলফাডাঙ্গা ও চরভদ্রাসন উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়াম্যানদের অংশ গ্রহণে শনিবার সকালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে গ্রাম আদালত বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়নের যৌথ উদ্যোগে এবং জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।
প্রমিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. আবু নঈম মোহাম্মদ আব্দুছ ছবুর, সহকারী জজ মি. মানিক দাস, ইউএনডিপি’র ফ্যাসিলিটিটর আমিরুল ইসলাম, মাদারীপুর লিগ্যাল এইড এর জেলা সমন্বয়কারী মো. রাশেদুল হক লিটন, মাদারীপুর লিগ্যাল এইড এর উপজেলা জেলা সমন্বয়কারী মোছা. রুবিনা বেগম।
প্রশিক্ষণ কর্মশালায় ৩টি ইউনিয়নের ১৩জন চেয়াম্যান ও ১৩জন প্যানেল চেয়ারম্যান অংশ গ্রহণ করেন।
শনিবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কমলাশা শেষ হবে সোমবার বিকেলে।