ফরিদপুরে খেলাঘরের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কে. এম. রুবেল, ফরিদপুর

বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ফরিদপুরে খেলাঘরের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর অংশ হিসাবে সকাল সাড়ে ৮টায় খেলাঘর ফরিদপুর কার্যালয় থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খেলাঘর ফরিদপুর শাখার সভাপতি আলতাফ মাহামুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা। আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশার্রফ আলী, অধ্যাপক রিজভী জামান, এ্যাড. অনিমেষ রায়।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিজেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা উপস্থিত সকল কে নিয়ে প্রতিষ্ঠাবাষিকীর কেক কাটেন।