ফরিদপুরে কাঞ্চনমুন্সি ফাউন্ডেশনের মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ

কে. এম. রুবেল, ফরিদপুর
অসহায় মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশন। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম বেগম শাহানারা একাডেমী প্রাঙ্গণে মুক্তিযোদ্ধাদের হাতে কম্বল তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুর রহমান দোলন।

 
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরিফুর রহমান দোলন বলেন, ‘মুক্তিযোদ্ধারা স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।’
একমাত্র আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান দেয় উল্লেখ করে দোলন বলেন, ‘এ কারণে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে।’ এ জন্য মুক্তিযোদ্ধাসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

 
গোপালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম শহীদ, আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান, মুক্তিযোদ্ধা মতিউর রহমান মিন্টু প্রমুখ।