কে. এম. রুবেল, ফরিদপুর
ফরিদপুরে উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন প্রকল্পের আওতায় দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পাট অধিদপ্তর এর আয়োজনে সোমবার দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদের হল রুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ পাট অধিদপ্তরের (পাট ও বীজ উৎপাদন) প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. শেখ মহ. রেজাউল ইসলাম। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, পাট ও বস্ত্র মান্ত্রানলয়ের উপ-সচিব খেনচান, পাট ও বস্ত্র মান্ত্রানলয়ের উপ-সচিব নিলুফার নাজনীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল বাসার মিয়া, পাট অধিদপ্তর ফরিদপুরের উর্ধতন সহকারী প্রকল্প পরিচালক মরিয়ম বেগম, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মধাব চন্দ্র বাড়ই, সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা দেবল টন্দ্র সাহা, আব্দুর রব।
প্রশিক্ষণ কর্মমালায় সদর উপজেলার ১শ জন কৃষক ও কৃষাণী অংশ গ্রহণ করেন।