কক্সবাজার রিপোর্ট: কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট প্রতিযোগিতার বর্নাঢ্য উদ্বোধন হয়েছে। গতকাল সকালে কক্সবাজার বীর শ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়ে ৮ উইকেটে নির্ধারিত ৫০ ওভারে ২৫৭ রান সংগ্রহ করে। পরে ২৫৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে সব উইকেট হারিয়ে কক্সবাজার মডেল হাই স্কুল ২৪৩ রানে গুটিয়ে যায় এতে১৪ রানে জয়ি হয় পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়। এর আগে খেলার উদ্বোধন করেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু এতে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক কক্সবাজার ব্রাঞ্চের ম্যানেজার এজেএম ইকবাল, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সম্পাদক হারুন উর রশিদ, সদস্য ও ক্রিকেট সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, সদস্য রতন দাশ,একেএম রাশেদ হোসাইন নান্নু, শিক্ষক বিপ্লব কান্তি দে, প্রাইম ব্যাংকের ম্যানেজার অপারেশন হাসান কামাল। এতে
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন
February 5, 2018