প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে প্রাইভেটকার-সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষে অটোরিকশায় থাকা মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে সোনাইমুড়ী উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- হাসিনা আক্তার (৩৮) ও তার মেয়ে হিমু (১২)। তাদের গ্রামের বাড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামে।
সোনাইমুড়ী থানা পুলিশের এসআই টমাস বড়ুয়া জাগো নিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী বাজারগামী একটি সিএনজি চালিত অটোরিকশা উপজেলা পরিষদের সামনে আসা মাত্রই বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গেলে এর যাত্রী মা হাসিনা আক্তার  ও মেয়ে হিমু ঘটনাস্থলেই মারা যায়।
ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই গাড়িদুটি নিয়ে চালকরা পালিয়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।