আড়াইহাজার সংবাদদাতা:
আড়াইহাজার উপজেলার প্রবীণ ও চারণ সাংবাদিক কাজী মোদ্দাছের হোসেন সুলতান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে……….ওয়া রাজিউন)। দীঘদিন রোগ ভোগের পর সোমবার সকালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ২পুত্র ও ৬কন্যা সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাকের গোপালদী বাজার আড়াইহাজার সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার বাদ আছর নামাজে জানাজা শেষে উপজেলার কড়ইতলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
মরহুম কাজী মোদ্দাছের হোসেন সুলতান আড়াইহাজার প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুতে আড়াইহাজারসহ পুরো জেলার সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে। তিনি সাপ্তাহিক আমাদের আড়াইহাজার প্রত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মাছুম বিল্লাহর পিতা। তিনি আমৃত্যু পর্যন্ত সাপ্তাহিক আমাদের আড়াইহাজার প্রত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতির দায়িত্ব পালন করে গেছেন।