প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি র সাথে ডেনমার্ক আ.লীগ এর সৌজন্য সাক্ষাৎ

জাকির হোসেন সুমন ,  ইতালী  :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম মেহের আফরোজ চুমকির সাথে ডেনমার্ক আওয়ামী লীগ  সৌজন্য সাক্ষাৎ করেন  ডেনমার্ক এর কোপেনহেগেন বেলা স্কাই হোটেল লবিতে।  ডেনমার্ক আওয়ামী লীগ এর সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক ড.বিদ্যুৎ বড়ুয়া এর নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে প্রবাসে আওয়ামী লীগ এর বিভিন্ন করণীয় বিষয় নিয়ে আলাপ হয়।প্রবাসে আওয়ামী লীগ এর মধ্যে ঐক্যের বন্ধন সৃষ্টি করা জরুরি এবং বর্তমান সরকারের উন্নয়নের কর্মকান্ড প্রচারে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে পরামর্শ প্রদান করেন।   ডেনমার্ক আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিগত দিনে ডেনমার্ক আওয়ামী লীগ এর সার্বিক কার্যবিবরণী সংক্ষেপে মাননীয় মন্ত্রী মহোদয়কে অবগত করেন।  এসময় প্রতিমন্ত্রী মহোদয়ের একান্ত সচিব এস,এম লতিফ ও সহকারী একান্ত সচিব মাজেদুল ইসলাম সেলিম ,ডেনমার্ক আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম , মোহাম্মদ ইউসুফ , মোতালেব হোসেন ,হিল্লোল বড়ুয়া , আবদুল্লাহ আল জাহিদ উপস্থিত ছিলেন।