ফকির মোঃ মনিরুজ্জামান মনির, শিবচর:
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে পুস্পার্ঘ অর্পনের মধ্যে দিয়ে মাদারীপুরের শিবচরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভ উদ্ধোধন করেন বাংলাদেশ সরকারের চিফ হুইপ আ স ম ফিরোজ ও স্থানীয় সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী ।
জানা যায় , ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার সকালে উপজেলার রাধা গোবিন্দ জিউর মন্দির সংলগ্ন ৭১ চত্ত্বরে নব নির্মিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভ উদ্ধোধন করেন বাংলাদেশ সরকারের চিফ হুইপ আ স ম ফিরোজ ও স্থানীয় সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী । এসময় চিফ হুইপ ও সংসদ সদস্য শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন । এর পর কলেজ মোড়ে পৌর বাস টার্মিনালের উদ্ধোধন করেন । এসময় জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরী , শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান আহমেদ , পৌর মেয়র আওলাদ হোসেন খান , উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামসুদ্দিন খান , সাধারন সম্পাদক ডাঃ সেলিম , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান চৌধুরী , পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক তোফাজ্জেল হোসেন তোতা খান প্রমূখ উপস্থিত ছিলেন ।
এসময় চিফ হুইপ বলেন , ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল কারন দেশ স্বাধীন হলেও যেন আমরা দেশ চালাতে না পারি । এই জন্যই তারা অপকর্মটি করেছিল । আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসায় ৭১ সালে যাদের দ্বারা বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল , আলবদর , রাজাকার যারা স্বাধীনতার বিরোধী ছিল তিনি তাদের বিচারের ব্যাবস্থা করেছেন । বিচারে তাদের অনেকের ফাঁসি হয়েছে । অনেকে এখনো বিচারধীন রয়েছে ।
আজকে এমপি নূর-ই আলম লিটন চৌধুরীর সাথে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভ উদ্ধোধন করতে এসে আমি আনন্দিত ।