পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশি এলাকায় বাসের ধাক্কায় মেহেদী হাসান (২৫) নামক এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় আরো দুই যাত্রী আহত হয়। নিহত মেহেদী কুষ্টিয়া জেলার কুমারখালী এলাকার নিয়ামত ভদ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুই জন যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা ঈশ্বরদী এলাকা থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি পাকশি এলাকায় পৌঁছালে একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।