পাকিস্তানে মদপানে ২৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের মধ্যাঞ্চলে বিষাক্ত মদপান করে ২৪ জন মারা গেছেন। এতে আরো অনেকে অসুস্থ হয়ে পড়ে। নিহতদের অধিকাংশই খ্রিস্ট ধর্মের অনুসারী।
রাজধানী ইসলামাবাদের ৩৩৮ কিলোমিটার দক্ষিণে তোবা টেক সিং এলাকার খ্রিস্টান কলোনিতে বড়দিন উদযাপনের সময় এই ঘটনা ঘটে।
মঙ্গলবার সে দেশের পুলিশ একথা জানায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ নাদিম এএফপিকে বলেন, ‘মোবারকবাদ বস্তির বাসিন্দারা বড়দিন উপলক্ষে চোলাই মদ তৈরি করে তা পান করে। এতে ২৪ জনের মৃত্যু হয় এবং আরো ৬০ জন অসুস্থ হয়ে পড়ে।’
তিনি জানান, সোমবার রাতে অধিকাংশ জন মারা গেছে। বিষাক্ত মদপান করে যারা মারা গেছে তাদের মধ্যে ২২ খ্রিস্টান ও ২ মুসলিম রয়েছে।
উল্লেখ্য, অক্টোবর মাসে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক পার্টিতে বিষাক্ত মদপান ১১ জনের মৃত্যু হয়। এদের সকলে খ্রিস্টান ছিল।