পাওনা টাকা চাওয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন

শাহআলম শফি,  কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দিতে পাওনা টাকা চাওয়ায় বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছেন ঈমন হোসেন(২৯) নামের এক যুবক। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন আবস্থায় সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় । ঈমন হোসেনের মৃত্যুর খবর পেয়ে মূল ঘাতক সাদ্দাম হোসেন(২৬) এলাকা ছেড়ে পালিয়ে যায় ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর পেন্নাই গ্রামের হুমায়ন কবিরের ছেলে ঈমন হোসেনের নিকট থেকে ৫ হাজার টাকা ধার নেয় দক্ষিন পেন্নাই গ্রামের রবিউল্লাহ ছেলে সাদ্দাম হোসেন। গত ২৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ইমন হোসেনকে টাকা ফেরতের কথা বলে সাদ্দাম তার বাড়িতে ডেকে নেয়। টাকা নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সাদ্দাম হোসেন তার বন্ধু ঈমন হোসেনকে ছুরিকাঘাত করে। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সাদ্দাম ও তার সহযোগীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরীপুর স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয় । এদিকে ইমনের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে সাদ্দাম হোসেন পালিয়ে যায়। তবে অসমর্থিত সুত্রে জানা যায়,তার দু’সহযোগী নাঈম ও রুবেলকে মঙ্গলবার রাতেই পুলিশ আটক করেছে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইমন ঘর থেকে যেতে চায়নি , অজ্ঞাত দুইজন লোক এসে তাকে নিয়ে গেছে। এর কিছুসময় পর আমরা জানতে পারি দক্ষিন পাড়ার সাদ্দামসহ ৪/৫জন মিলে তাকে কুপিয়ে আহত করেছে। নিহত ইমনের দেড় বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এক বছর আগে এ সন্তানের মাও এক দূর্ঘটনায় মারা যান।
নিহত নাঈমের বাবা হুমায়ন কবির সাংবাদিকদের জানান, আমার ছেলেকে পাওনা টাকা দেওয়ার কথা বলে তার বন্ধু সাদ্দাম বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। আমি জীবিত অবস্থায় ছেলে লাশ কাঁধে নিয়ে কিভাবে বহন করবো।
এবিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবারের ঘটনার পর ঈমনের পরিবারের পক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি। তিনি দু’জন আটকের বিষয়টি অস্বীকার করে বলেন,নিহতের পরিবারের লোকজন (রাত পৌনে ৮ টায় এরিপোর্ট লিখার সময়) মামলা করতে থানায় এসেছে। রাতেই আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হবে।