বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় পল্লীবিদ্যুৎ’র সংযোগ দেয়ার নামে দরিদ্র লোকজনের কাছ থেকে চাদাঁ আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনায় পল্লীবিদ্যুৎ জোনাল অফিস দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
আভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের পশ্চিম রামানন্দের আকঁ গ্রামের মনিন্দ্রনাথ বালার ছেলে মাখম বালা এলাকার বিভিন্ন দরিদ্র লোকজনের কাছ থেকে বাড়িতে পল্লীবিদুৎ সংযোগ দেয়ার নামে এক লক্ষ টাকা চাদাঁ আদায় করে। ওই টাকা আগৈলঝাড়ায় পল্লীবিদুৎ জোনাল অফিসে না দিয়ে নিজে আত্মৎসাত করেছেন।
এলাকার ক্ষতিগ্রস্থ ভুক্তভোগীরা এ ঘটনার প্রতিকার চেয়ে উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান ও পল্লীবিদুৎ জোনাল অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে।
এ ঘটনাটি ক্ষতিয়ে দেখতে পল্লীবিদুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মধুসূদন রায়কে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে পল্লীবিদুৎ জোনাল অফিসের জেনারেল ম্যানেজার রঙ্গলাল কর্মকার বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।