জাকির হোসেন সুমন।, ইতালী :
গত ২৫শে ডিসেম্বর বাংলাদেশ এসোসিয়েশন অব পর্তুগাল নর্থ যতাযোগ্য মর্যাদায় উদযাপন করলো ৪৫তম মহান বিজয় দিবস।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। যেসব কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয় সম্ভব হয়েছিল, বিজয়ের এই দিনে ফুল দিয়ে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে বাংলাদেশ এসোসিয়েশন অব পর্তুগাল নর্থ ও অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব এর সদস্যবৃন্দ । যেসব বীর মুক্তিযোদ্ধা নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে এ বিজয়কে অনিবার্য করে তুলেছিলেন, তাঁদের প্রতি জানানো হয় সশ্রদ্ধ অভিবাদন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন অব পর্তুগাল নর্থ সভাপতি ফারুক হোসেন,সাধারণ সম্পাদক কাজল আহমেদ। বাংলাদেশ এসোসিয়েশন অব পর্তুগাল নর্থ এর অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম (শরীফ ), শরিফুজ্জাম (খোকন ), রাকিব হোসেন, মজিবুর রহমান, আবু তালেব, খাইরুল কবির (লেবু ),আব্দুর রাজ্জাক, আবুল কালাম আজাদ, হান্নান বেপারী রফিকুল ইসলাম , শামীম হোসেন খান, চঞ্চল মাহমুদ, রুবেল হোসেন ঢালী, হাসিবুল হাসান মৃধা, আব্দুল আজিজ, নুরুল ইসলাম বাদশা, দেলোয়ার হোসেন, সাজ্জাদ হেসেন , মহিউদ্দিন , শাহরুখ দ্রুব, ইউনুস নবী , মনিরুল ইসলাম , হাবিবুর রহমান হবি , মফিজুর রহমান সুফল , মাফিকুল ইসলাম, ও জুয়েল পাইক সহ অনেকেই।
এখানে উল্লেখ্য গত ২০শে ডিসেম্বর পর্তুগালে প্রাচীন ও ২য় বৃহত্তম শহর পর্তুতে ২য় স্থায়ী শহীদ মিনার স্থাপন করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ এবং পর্তুগাল সরকারের পক্ষে উপস্থিত ছিলেন পর্তো সিটি মেয়র ড. রুই মোরেরা। আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ড. ম্যানুয়েল পিজারো, সংসদ সদস্য ড. ইডারডো সিলভা, ড. থিয়াগো বারবোচা রিবেইরো, ড. লুইচা সেগুইরো। বিজয় দিবস অনুষ্ঠানে বাংলাদেশ এসোসিয়েশন এর নেতৃবৃন্দ রাজদূত ইমতিয়াজ আহমেদ এর ভূয়সী প্রশংসা করে বলেন পর্তুতে যতদিন বাংলাদেশী থাকবে ততদিন শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে রাষ্টদূত ইমতিয়াজ আহমেদকে যিনি পর্তুগালের রাজধানী লিসবনে পর্তুগালের প্রথম স্থায়ী শহীদ মিনার উদ্বোধন করেন, এরই ধারাবাহিকতায় পর্তুগালের পর্তুতে মাত্র ২৫০ থেকে ২৮০ জন বাংলাদেশী অবস্থানেও আরো একটি শহীদ মিনার স্থাপন করে বুজিয়ে দেন উনার কূটনৈতিক দূরদর্শিতা।
পরে এক সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশ এসোসিয়েশন অব পর্তু(নর্থ) এর সেক্রেটারি কাজল বলেন “পৃথিবীর সব স্বাধীন দেশের স্বাধীনতা দিবস থাকলেও বিজয় দিবস থাকে না। বাংলাদেশ সেই বিরল সৌভাগ্যের অধিকারী দেশ যারা শ্রদ্ধাভরে স্বচিত্তে পালন করতে পারে বিজয় দিবস।” সভাপতি ফারুক বলেন ” আজকের বিজয় দিবসের শপথ হোক, সব ধরনের হানাহানি ও বৈরিতা-বিদ্বেষকে পেছনে ফেলে, দেশের ও জনগণের কল্যাণে সবাই এক হয়ে কাজ করব। বাংলাদেশ তার লক্ষ্যে অবিচল থাকবে।
—