‘পদ্মাবতী’র সেটে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বিনোদন ডেস্ক:
জনপ্রিয় নির্মাতা সঞ্জয় লীলা বানশালির নতুন সিনেমা ‘পদ্মাবতী’র শুটিংয়ের সেটে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে রোববার এ খবর জানানো হয়।

ওই প্রতিবেদনে বলা হয়, বেশ ঢাকঢোল পিটিয়েই শুরু হয়েছিল সিনেমার শুটিং। স্টারকাস্টের জনপ্রিয়তাও তুঙ্গে। এরই মধ্যে ‘পদ্মাবতী’র সেটে ঘটে গেল বড় দুর্ঘটনা। ফ্লোরে কাজ করতে গিয়ে ৫ ফুট উচ্চতা থেকে পড়ে নিহত হয়েছেন মুকেশ ডাকিয়া (৩৪) নামের এক ব্যক্তি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ফিল্ম সিটিতে পদ্মাবতীর সেট তৈরির কাজ হচ্ছিল। সেখানে রঙের কাজ করছিলেন মুকেশ। হঠাৎ পাঁচ ফুট উচ্চতা থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুক্রবার তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সঞ্জয়লীলা বনশালি। মুকেশের পরিবারের সঙ্গে দেখা করে উপযুক্ত ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে।

তবে ঘটনার পরই রণবীর-দীপিকার ছবির সেটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

গত ১ নভেম্বর শুরু হয়েছে ‘পদ্মাবতী’ সিনেমার শুটিং। এতে দীপিকা পাড়ুকোন পদ্মাবতী চরিত্রে অভিনয় করছেন।

সিনেমায় রণবীর সিংকে দেখা যাবে আলাউদ্দিন খিলজি চরিত্রে এবং শহিদ কাপুর অভিনয় করবেন পদ্মাবতীর স্বামী রাজা রতন সিংয়ের ভূমিকায়। আগামী বছরের ডিসেম্বরে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।