নৌকাডুবি : নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

একাত্তরলাইভডেস্ক: নরসিংদীর  মেঘনা নদী থেকে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে রায়পুরা উপজেলার মেঘনায় নৌকাডুবির ঘটনায় এই চারজন নিখোঁজ ছিল।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিলক্ষা ইউনিয়নস্থ মেঘনা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।  তারা হলেন আনোয়ার ফারাজি (৪৫), আবদুল হক (৩৫), ফরিদ মিয়া (৪৫) ও খলিল মিয়া (৩৫)।