নিহত ৯ জঙ্গির লাশ ঢামেক থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে

একাত্তরলাইভডেস্ক: গাজীপুরে নিহত ৯ জঙ্গির লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল মর্গে স্থানান্তর করা হয়েছে। সোমবার রাত সোয়া ১১টার দিকে জয়দেবপুর থানার এসআই মনোয়ার হোসেন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের ফ্রিজ নষ্ট ও স্থান সংকুলান না হওয়ায় কর্মিটোলা জেনারেল হাসপাতালে ৯ জঙ্গির লাশ স্থানান্তর করা হয়েছে।এর আগে রাত পৌনে ৮টার দিকে তিনটি অ্যাম্বুলেন্সে করে পুলিশি পাহারায় গাজীপুর তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাদের লাশ ঢাকা মেডিকেলে আনা হয়।উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর) রাত ৩টার দিকে গাজীপুরের হাঁড়িনাল লেবু বাগান এলাকার ব্যবসায়ী আতাউর রহমানের বাড়িতে ও বেলা ১১টার দিকে পাতারটেক এলাকায় প্রফেসর ওসমানের দোতলা বাড়িতে থাকা জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। পুলিশের সোয়াট টিম ও কাউন্টার টেররিজম টিম অভিযান পরিচালনা করে। অভিযানে ৯ জঙ্গি নিহত হয়।