তথ্য প্রযুক্তি ডেস্ক
মানুষের রোগের চিকিৎসায় প্রথমেই দরকার এর কারণ নির্ণয়। রোগটি আসলে কী, তা না জানা পর্যন্ত কিছুতেই সম্ভব হয় না এর চিকিৎসা শুরু করা। আর এ রোগ শনাক্তে আবিষ্কৃত হয়েছে ডিভাইস।
আন্তর্জাতিক গবেষকদের একটি দল এমনই একটি ডিভাইস বানিয়েছে। তাদের দাবি, এটি শুধু নিঃশ্বাসের গন্ধ শুঁকেই ধরে ফেলবে ১৭টি রোগ। যার মধ্যে ক্যানসার, পারকিনসনের মতো অসুখও রয়েছে। পাঁচটি দেশের মোট ৫৬ জন গবেষক রয়েছেন এই দলটিতে।
সিবিএস নিউজ জানিয়েছে, এই ডিভাইসে বিভিন্ন ন্যানো-রশ্মি ব্যবহার করা হয়েছে। সেই রশ্মিই নিঃশ্বাসের গন্ধের রাসায়নিক বিশ্লেষণ করে বলে দিতে পারবে অসুখটি কী।