নাসিক নির্বাচন সুষ্ঠু- শান্তিপূর্ণ হবে : ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হবে বলে প্রত‌্যাশা ব‌্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।  ওবায়দুল কাদের বলেছেন, ‘সারা দেশে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের নির্বাচন অত্যন্ত আনন্দমুখর এবং উৎসবমুখর পরিবেশে হচ্ছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে জনপ্রতিনিধি নির্বাচন করছেন।’ ‘এরই ধারাবাহিকতায় আমরা আশা করছি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ পরবর্তী নির্বাচনগুলো সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হবে। নির্বাচন কমিশন স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং কমিশনের কাজে সরকার কোনো হস্তক্ষেপ করে না।’    আগামীতে যেকোনো ধরনের নির্বাচনী সহিংসতা এড়াতে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও তৎপর থাকবে বলেও আশা ব‌্যক্ত করেন তিনি।   ওবায়দুল কাদের বলেন, ‘পরবর্তী নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে। স্টেকহোল্ডার হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ১৭ জানুয়ারি সংলাপে অংশ নেবে। একটি অর্থবহ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শক্তিশালী কমিশন গঠনে আওয়ামী লীগের মতামত ও প্রস্তাবনা সংলাপে উপস্থাপন করা হবে।’  আমরা মনে করি, পারস্পরিক আলোচনা যেকোনো জটিল সমস্যা সমাধানের সুযোগ তৈরি করে দিতে পারে। সংঘাত, সহিংসতা, জনমতবিরোধী তৎপরতা গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অন্যদিকে, আলাপ-আলোচনা, সংলাপ, পরমতসহিষ্ণুতা গণতন্ত্র বিকাশের পথকে কুসুমিত করে।’ জনগণ শেখ হাসিনার নেতৃত্বে কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে ঐক্যবদ্ধ, এ দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে আগামী প্রজন্মের জন্য উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলব, ইনশাল্লাহ।’