নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব ওবায়েদ উল্লাহ তার বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ করেছেন। সোমবার একাত্তর লাইভ ডটকম-এর কাছে এই অভিযোগ করেন।
ওবায়েদ উল্লাহ জানান, ২০০৩ সনে প্রথমবারের মতো তিনি তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার কমিশনার নির্বাচিত হন। এরপর ২০১১ সনে নারায়ণগঞ্জ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নতি করা হলে তিনি কাউন্সিলর নির্বাচিত হন। পরে কাউন্সিলরদের ভোটে তিনি প্যানেল মেয়র-১ নির্বাচিত হন।
তিনি জানান, দীর্ঘ ১১ বছর টানা কাউন্সিলর থাকায় এলাকায় তিনি ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড করেছেন। এলাকাবাসীকে নিয়ে মাদক, সন্ত্রাস, ইভটিজিং বিরোধী আন্দোলন করেছেন। আর এ কারণেই প্রতিপক্ষ প্রার্থীরা তার বিরুদ্ধে এলাকায় নানা রকম কুৎসা রটাচ্ছেন। যার কোন ভিত্তি নেই। বরং যারা এসব করছে তাদের বিরুদ্ধেই এসব অভিযোগ রয়েছে।
তিনি বলেন, আমি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। আমার কোন বাহিনী নেই। এলাকার সব বয়সী মানুষই আমরা ভরসা। সব সময় সৎ পথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ভোটাররা তাকে চিনে জনদরদী ও মেহনতি মানুষের বন্ধু হিসেবে। তিনি জানান, সততার মূল্য তিনি চিরদিন পেয়ে এসেছেন।
ওবায়েদ উল্লাহ জানান, কুচক্রি মহল নিজেরা ঘটনা সাজিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার বিশ্বাস, নির্বাচন কমিশন বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।
এদিকে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওবায়েদ উল্লাহ। তার লাটিম প্রতীকের পক্ষে এলাকায় জোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ২২ ডিসেম্বর তার পক্ষেই এলাকাবাসী রায় দিবে বলে ওবায়েদ উল্লাহর দৃঢ় আশাবাদ।