নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান ভোট কারচুপির যে অভিযোগ তুলেছেন তা খতিয়ে দেখতে ‘বিচার বিভাগীয়’ তদন্তের দাবি করেছে বিএনপি।
শুক্রবার সকাল ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই দাবি জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘বাহ্যিকভাবে সুষ্ঠু নির্বাচনের বাতাবরণ সৃষ্টি করে সেলিনা হায়াৎ আইভীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ভোটে যদি সত্যিকারে গণরায়ের প্রতিফলন ঘটে তা হলে আমরা আইভীকে শুভেচ্ছা জানাবো। তবে সাখাওয়াত হোসেন খানের কারচুপির অভিযোগ অস্বীকার করা যায় না। তাই বিচার বিভাগীয় তদন্ত হওয়া দরকার।’
রিজভী বলেন, ‘তার (সাখাওয়াত) অভিযোগ ১৭৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪৪টি কেন্দ্রেরই চূড়ান্ত ফলাফলে রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর ছিল না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির মধ্যে গ্রুপিং ছিল না। যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে বিএনপি সমর্থক ভোটারদের মধ্যে ভয়ভীতি কাজ করেছে।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ফলাফল উল্টে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে নির্বাচনে পরাজিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে তিনি এ অভিযোগ তোলেন।
সাখাওয়াত বলেন, ‘ভোটাররা আমার পক্ষে নীরবভাবে ভোট দিয়েছেন; কিন্তু ফলাফলে তার প্রতিফলন ঘটেনি। ভোট গ্রহণের হার ছিল অস্বাভাবিক। সূক্ষ্ম কারচুপি হয়েছে। যে কারণে ধানের শীষকে পরাজয় বরণ করতে হচ্ছে।’
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ৭৯ হাজার ৫৬৭ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করেন। আইভী ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট পান। অপরদিকে সাখাওয়াত ৯৬ হাজার ৪৪ ভোট পান।