নাসিক নির্বাচনে ফের সেনা মোতায়েন চাইলেন রিজভী

নিজস্ব প্র‌তি‌বেদক‌:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নির্বাচনি প‌রি‌বেশ ক্ষমতাসীন‌দের প‌ক্ষে রাখ‌তে প্রধান নির্বাচন ক‌মিশনার (সিইসি) সেনা মোতা‌য়েন চান না ব‌লে মন্তব্য ক‌রে‌ছেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব অ্যাড‌ভো‌কেট রুহুল ক‌বির রিজভী।  ‌সোমবার বেলা সা‌ড়ে এগারটার দি‌কে রাজধানীর নয়াপল্ট‌নে বিএন‌পির কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এসব কথা ব‌লেন।

রুহুল ক‌বির রিজভী ব‌লেন,‌ নির্বাচন ক‌মিশন নির্বাচনী আইনকানুন শা‌ন্তি, স্থি‌তি, নিরুদ্বেগ ও জনআস্থার মহাসড়কে থাক‌তে চান না। কারণ এই সমস্ত ক্ষমতাসীনরা পছন্দ ক‌রে না। প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য শুন‌লে ম‌নে হয় প্রধানমন্ত্রী না‌সিক নির্বাচ‌নের চা‌বি র‌কিব উ‌দ্দিনকে দি‌য়ে‌ছেন। সেই চা‌বি দি‌য়ে তি‌নি ক্ষমতাসীন‌দের প‌ক্ষে কাজ কর‌ছেন।

‌তি‌নি ব‌লেন, এম‌নি‌তেই নারায়ণগঞ্জ সন্ত্রাসী কব‌লিত এলাকা। নির্বাচন‌কে কেন্দ্র ক‌রে শাসকদ‌লের বৈধ ও অ‌বৈধ অস্ত্র উদ্ধা‌রে কোনো নি‌র্দেশ নেই। অস্ত্রধারীদের ঝনঝনানির আশঙ্কায় ভোটার‌দের ম‌ধ্যে আতঙ্ক বে‌ড়ে গে‌ছে। তাই আমরা না‌সিক নির্বাচ‌নে আবারও সেনাবা‌হিনী মোতা‌য়ে‌নের দা‌বি কর‌ছি।

‌বিএন‌পির এই নেতা ব‌লেন, ‌বিএন‌পির সকল পর্যা‌য়ের নেতাকর্মীরা ধা‌নের শী‌ষের প‌ক্ষে কাজ কর‌ছেন। সুষ্ঠু নির্বাচন হ‌লে বিএন‌পির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হো‌সেন খান বিপুল ভো‌টে জয়লাভ কর‌বেন। সরকা‌রের অপশাসন, গুম-খুন, লুটপা‌টের জবাব দেবে জনগণ। তারা নৌকায় ভোট দেবে না। ভোটাররা ধা‌নের শীষ‌কে বে‌ছে নেবে। সরকার নি‌জে‌দের প্রভাব বিস্তার করার জন্য বিচার বিভাগ‌কে অবমূল্যায়ন কর‌ছে ব‌লে অ‌ভি‌যোগ ক‌রেন রিজভী। সংবাদ স‌ম্মেল‌নে আ‌রেও উপ‌স্থিত ছি‌লেন, বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল, খায়রুল ক‌বির খোকন, সাংগঠ‌নিক সম্পাদক বিল‌কিস জাহান শি‌রিন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মু‌নির হো‌সেন, বেলাল আহ‌মেদ প্রমুখ।