নারী উদ্যোক্তারা ব্যাংকের সহযোগিতা না পেলে ব্যবস্থা

নতুন নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলো সহযোগিতা না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানে ব্যাংকগুলোর অসহযোগিতার অভিযোগের প্রেক্ষিতে ব্যাংকগুলোকে এভাবে সতর্ক করে দেন তিনি।
গভর্নর বলেন, নতুন উদ্যোক্তা তৈরি ও নারীদের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে ইতোমধ্যে নারীবান্ধব ঋণ নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের ১০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে। সেই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে দেশে ১০ হাজার নারী উদ্যোক্তা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের নারী সমাজ এর সুফল ভোগ করতে পারবে।
রোববার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টি (ডিসিসিআই) অডিটোরিয়ামে নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন।
এই অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা অভিযোগ করেন, ঋণ দেয়ার বিষয়ে দেশের ব্যাংকগুলোর জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকলেও ব্যাংকগুলো প্রকৃত নারী উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে না। অনেক ক্ষেত্রে তারা ঋণ দেয়ার নামে কালক্ষেপন করছে। এছাড়া বিনা জামানতে ঋণ দিচ্ছে না ব্যাংকগুলো। সেই সঙ্গে ঋণ দেয়ার ক্ষেত্রে সরকারি কর্মকর্তা ও বাড়ি বা জমি জামানত (গ্যারান্টি) হিসেবে চায়।
তারা আরো বলেন, ব্যাংকগুলো যে উদ্যোক্তাদের ঋণ দিচ্ছে তাও উৎপাদন খাতে কাজে আসছে না। বরং ঋণ গ্রহীতারা পারিবারিক কাজে এসব অর্থ ব্যয় করছেন।
উদ্যোক্তাদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে গভর্নর বলেন, সব ধরনের যোগ্যতা থাকার পরও কোনো নারী উদ্যোক্তা যদি ঋণ সহায়তা না পান, তাহলে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের হট লাইন ১৬২৩৬ নম্বরে অভিযোগ করবেন।
সেই সঙ্গে নারী উদ্যোক্তাদের সমস্যাগুলো ফেসবুকের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংককে জানানোর আহ্বান জানান তিনি। তাতেও যদিও সমস্যার সমাধান না হয় তাহলে কেন্দ্রীয় ব্যাংকে চিঠি লিখে উদ্যোক্তাদের সমস্যার কথা জানাতে বলেন গভর্নর।
গভর্নর বলেন, আর এসবের পরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে সরাসরি আমাকে চিঠি লিখুন। আমি আপনাদের সমস্যা জেনে সরাসরি সমাধানের চেষ্টা করবো।
ডিসিসিআই সভাপতি হোসেন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডিসিসিআই সহ-সভাপতি হুমায়ুন রশিদ, পিস ফাউন্ডেশনের আফজাল হোসেন।