কে. এম. রুবেল, ফরিদপুর।
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেনছেন, দেশের নারীরা অনেক এগিয়ে গেছে। নারীরা এখন পুরুষের চেয়েও বেশী দক্ষতা আর বুদ্ধিদীপ্তা হয়ে কাজ করছে বলেও বাংলাদেশ এত দ্রুত এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, নারীদের দক্ষতা নিজেদেরকেই প্রমান করে সব ক্ষেত্রে অবদান রাখতে হবে।
মন্ত্রী শনিবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ফরিদপুর জেলা প্রশাসন এর আয়োজনে নারী উন্নয়ন ফোরাম এর আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কখা বলেন।
ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব অমিতাব সরকার, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা পরিষদেও চেয়ারম্যান মো. লোকমান হোসেন। এসয়য় বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার নারী নেত্রীরা কর্মশালায় অংশ নেয়।