প্রতিনিধি নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, অনেকে প্রশ্ন করেন বঙ্গবন্ধু কারাগারে থেকে কিভাবে দেশ স্বাধীন করলেন? তারা ইতিহাস জানে না, বুঝে না। বঙ্গবন্ধু চার নেতাকে তৈরি করে গেছেন ।
যাদের দেশের প্রতি, তার প্রতি অন্ধ আনুগত্য ছিলো। তারাই দেশ স্বাধীন করতে তার অবর্তমানে কাজ করেছে।
আমার প্রশাসনে যদি তাদের মতো চার জন নিবেদিত প্রশাসন থাকে তাহলে একটি সুন্দর নারায়ণগজ্ঞ হবে। তিনি আরো বলেন, একজন সন্তান প্রসব করতে দশ মাস লাগে কিন্তু আমরা স্বাধীনতা পেয়েছি নয় মাসে।
সেজন্য স্বাধীনতার মর্ম বুঝতে পারি না। প্যালেস্টাইন জানে স্বাধীনতা কি, ভিয়েতনাম জানে। আমাদের অনেক কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাই মুজিবনগরের সঠিক ইতিহাস সম্পর্কে জানে না।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে “ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে এ উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান (পিপিএম), সিভিল সার্জন ডাঃ মোঃ
এহসানুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ, নারায়ণগজ্ঞ জেলা মহিল আওয়ামীলীগ
সভানেত্রী শিরিন বেগম, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী হাবিবুর রহমান, জেলা প্রশাসনের খালেদ মাহমুদ চৌধুরী প্রমূখ।