নারায়ণগঞ্জে মাদক -পলিথিন পুড়িয়ে ধ্বংস

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ  : নারায়ণগঞ্জে বিভিন্ন অভিযানে আটক ১৮৮ কেজি গাঁজা ও ১৬০ কেজি অবৈধ পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় অতিরিক্তি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্ত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ও আশেক ইমাম উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণে কোর্ট পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে মাদক ও পলিথিন পুড়িয়ে ধ্বংস করা হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক সোহেল আলম জানান, বিভিন্ন অভিযানে আটক ১৮৮ কেজি গাঁজা ও ১৬০ কেজি পলিথিন ধ্বংস করা হয়েছে। এ সময় ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।