নারায়ণগঞ্জে বিদেশী অস্ত্রসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযানে বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলি সহ রাজিব হাসান (২৯) নামে এক সন্ত্রসীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ১৩ ডিসেম্বর সকালে সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম এসব তথ্য দেন।
গ্রেপ্তারকৃত রাজিব হাসান সিদ্ধিরগঞ্জ পাঠানটুলি এলাকার মৃত জামান মিয়ার ছেলে।
তিনি জানান,‘নির্বাচন উপলক্ষে ধারাবাহিক অভিযানে সোমবার গভীর রাতে খানপুর বরফকল মাঠে পাশে চৌরঙ্গী ফ্যান্টাসি পার্কের সামনে টহল দেওয়ার সময় সন্দেহ হলে রাজিব হাসানকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী করে একটি বিদেশী রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’