নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে রাকিব হোসেন (৬) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর পারিবারিক সূত্র থেকে জানা যায়, বেলা ১১টার দিকে বানিয়াদী এলাকার সজল মিয়ার ছেলে ও স্থানীয় বানিয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী রাকিব তার বন্ধুদের নিয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে একটি পুকুরে পড়ে যায়। এ সময় তাসলিম নামে এক শিশু ঘটনাটি রাকিবের পরিবারকে জানায়। পরে তার পরিবারের লোকজন পুকুর থেকে রাকিবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।