নারায়ণগঞ্জপ্রতিনিধি: নারায়ণগঞ্জের সদর থানাধীন সৈয়দপুর টানা ব্রীজ মোড় থেকে এক হাজার দশ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সদর মডেল থানার উপ পরিদর্শক প্রবীর ও সহকারী উপ পরিদর্শক মিজানের নেতৃত্বে সৈয়দপুর টানা ব্রীজ মোড় সংলগ্ন আ: লতিফ মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে তার ভাড়াটিয়া নুর ইসলামের ছেলে আনোয়ার হোসেন (২৪), নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে আনোয়ার হাওলাদার (৩৮) ও আনোয়ার হোসেনের স্ত্রী রহিমা বেগমকে (২২) এক হাজার দশ বোতল ফেন্সিডিলসহ আটক করে।এ বিষয়ে অভিযানের নেতৃত্বদানকারী উপ পরিদর্শক প্রবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যহত থাকবে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে।