না’গঞ্জে ইয়াবা তৈরীর কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ নগরীর বাবুরাইলে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় কারখানা থেকে ২৫০ পিস ইয়াবাসহ বিপুল পরিমান ইয়াবা তৈরির কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে পরিচালিত ওই অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতরা হলেন, আমজাদ হোসেন (৪০), সামিউল ইসলাম (৩৫) ও রাজেশ চৌধুরী শ্যাম (৪০)।
বিকেলে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ভোরে বাবুরাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসএই মাজহারুল ইসলামের নেতৃত্বে গ্রেফতার আমজাদ হোসেন বাদলের বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানা, ২৫০ পিছ ইয়াবা, বিপুল পরিমান ইয়াবা তৈরির কাঁচামাল ও সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
কারখানাটিতে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হত বলেও জানতে পেরেছে পুলিশ।