ন্যাশনালডেস্ক:ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহের দাবীতে মানববন্ধন ওয়াসার পানি সরবরাহ স্বাভাবিক রাখা ও জীবানুমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহের দাবীতে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১৩ নং ওয়ার্ডের বাসিন্দারা। রোববার সকাল এগারোটায় তারা নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে। মানববন্ধনের আয়োজন করেন মাদক বিরোধী সংগঠন প্রমিজ। বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শাহ ফয়েজ উল্লাহ, প্রতিবেশী নিরাপত্তা কমিটির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শোভন, প্রেস মালিক সমিতির সেক্রেটারি ওয়াহিদ সাদাত বাবু, জামতলা পাঞ্ছায়েত কমিটির সদস্য সেলিম আহেমদ, জামতলা মসজিদ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আলম।
বক্তারা বলেন, ওয়াসার পাইপে পোকা ও দূর্গন্ধময় পানি আসছে। ওয়াসাকে জানিয়েও লাভ হচ্ছে না। জানালে তারা বলছে পানির নমুনা নিয়ে আসেন। নিলে বলছে পানি পরীক্ষা করে দেখা গেছে পানি ঠিক আছে। অথচ আমরা প্রতিদিন-ই পোকাময় পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছি। কলের মুখ বেধে রাখলে দু-চারদিনেই কাপড়ে এমন ময়লা জমছে যে সেটি ফেলে দিয়ে নতুন কাপড় লাগাতে হচ্ছে। তারা বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করতে ওয়াসার প্রতি দাবী জানান।