এম.এম.আলম:
“শীর্তাত দরিদ্রদের প্রতি সহযোগিতার হাত বাড়াবো; স্বদেশ সাজাবো সবাই মিলে ”এ স্লোগানে শীর্তাতদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহবান বিষয়ক সচেতনতা সভা নরসিংদীতে অনুষ্ঠিত হয়েছে । উন্মোচন সাহিত্য পরিষদ-উসাপ রায়পুরা উপজেলা শাখা ও এ্যাবল এইড ফাউন্ডেশন নরসিংদী জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয় । রোববার নরসিংদীর রায়পুরাতে উসাপের র্কাযালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা উসাপের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম । বক্তব্য রাখেন উসাপের প্রতিষ্ঠাতা ও এ্যাবল এইড নরসিংদী জেলা শাখার সমন্বয়ক মো. মাহবুব আলম, লক্ষীপুরা আর্দশ স্মৃতি সংঘের সহ-সভাপতি আশরাফুল ইসলাম আশিক, মায়া র্বাতার সহ-সম্পাদক এম,আর তুহিন প্রমুখ । সভায় বক্তারা সার্মাথ অনুযায়ী দরিদ্রদের পাশে দাড়ানোর আহবান জানান ।