নওয়াজ শরীফের ভাগ্যে আজ কি আছে ?

আন্তর্জাতিকডেস্ক : পানামা পেপার কেলেঙ্কারির ওপর পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দেবেন আজ বৃহস্পতিবার। এ রায়ের ওপর নির্ভর করবে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাগ্য। নওয়াজ ও তার পরিবারের প্রতি আনা অভিযোগ যদি সত্যি হয় তবে তাকে ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং তার দল থেকে অন্তর্বর্তীকালীন মন্ত্রী বেছে নেওয়া হবে।

গত বুধবার নওয়াজের দল তার নেতৃত্বে পাকিস্তান মুসলিম লীগের এক সভায় দলের অন্যান্য নেতারা নির্ধারিত সময়ের আগে নির্বাচনে যাবে নাকি অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচন হবে এ নিয়ে বিতর্ক করে। তবে প্রার্থী নির্ধারণ করা এ মুর্হূর্তে তাদের প্রথম কাজ।

পাকিস্তান মুসলিম লীগের একজন নেতা বুধবার সংবাদমাধ্যমকে জানান, পানামা পেপার কেলেঙ্কারির রায় যেটাই আসুক আমরা ইমরানের দল তেহরিক ই ইনসাফকে কোনও সুযোগ দেব না। আমরা এ মুহূর্তে চুপচাপ আছি তার মানে এই না যে পরবর্তী কোনো পরিকল্পনা নেই। এই রায়ের পরবর্তী পরিস্থিতি কিভাবে সামাল দিবো সে পরিকল্পনা করছি দলের সবাই।

মোসাক ফনসেকার ফাঁস করা পানামা পেপারে দেখা যায় নওয়াজ ও তার পরিবার লাখ লাখ ডলারের মালিক। নওয়াজের মেয়ে মরিয়মের অর্থের উৎস নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে। সূত্র : হিন্দুস্তান টাইমস ও ডন।