নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে তামান্না খাতুন (২০) নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

রোববার উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচান্দিরা (কদমতীর) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তামান্না খাতুন ওই গ্রামের আরমান আলীর স্ত্রী। ঘটনার পর থেকে পরিবারের সবাই পলাতক রয়েছে।

এ ঘটনায় নিহতের ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জানা গেছে, উপজেলার কদমতীর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আরমান আলীর সঙ্গে প্রায় ৯ মাস আগে জয়পুরহাট জেলার খাদসা ইউনিয়নের বাঁশকাটা গ্রামের মোজাফফর সরকারের মেয়ে তামান্নার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক নিয়ে প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হতো।

এর জের ধরে আরমান শনিবার রাতে তামান্নাকে শারীরিক নির্যাতন করে। সকালে অবস্থা বেগতিক দেখে তাকে একটি আম বাগানের গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে।

পরে আরমানের পরিবারের লোকজন গ্রামে প্রচার করতে থাকে তামান্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে গ্রামের লোকজন বিষয়টি বুঝতে পারায় ওই পরিবারের সবাই পালিয়ে যায়।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।