ধানের শীষের এজেন্ট নেই সোনাকান্দা কেন্দ্রে

বন্দরসংবাদদাতা
নারায়নগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বন্দর এলাকার ২০ নং ওয়ার্ডের ৫১ নং সোনাকান্দা আর্দশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ বুথেই ধানের শীষের পোলিং এজেন্ট নেই।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সরজমিনে ‘ঝুঁকিপূর্ণ’ ওই কেন্দ্রের সাতটি বুথের পাঁচটির কোথাও ধানের শীষ প্রতীক এজেন্টেদের দেখা মেলেনি। তবে সবকটিতে নৌকার এজেন্টরা উপস্থিত আছে।
খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকে ধানের শীষের এজেন্টরা এসব কেন্দ্রে কেউ আসে নি।
ধানের শীষ এজেন্টের অনুপস্থিতি সম্পর্কে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এ এস এম সায়েম একাত্তরলাইভ ডট কম কে বলেন, কেন তারা আসেননি তা বলতে পারছি না। তবে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সুষ্ঠু হচ্ছে।
নাসিক এলাকায় আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১।
সাত মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নিয়ে ২০১ জন এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাতটি দল ভোটে অংশ নিলেও আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই প্রার্থীর মধ্যে মূল লড়াই হবে।
১৭৪ কেন্দ্রের মধ্যে ১৩৭ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করছে ইসি। প্রতি ওয়ার্ডে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ২৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত প্রতিটি মোবাইল/স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে আরও ৯ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য ১৪ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।