বিচারপতি শামসুদ্দিন চৌধুরী নিজের ‘দ্বৈত নাগরিকত্বের’ বিষয় গোপন রেখে বিচারপতি হিসেবে কাজ করে অপরাধ করেছেন উল্লেখ করে তাকে আবারো গ্রেফতারের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে তাকে গ্রেফতার করতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার হস্তক্ষেপও কামনা করেছে দলটি।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।
রিজভী বলেন, “বিচারপতি শামসুদ্দিন মানিকের ছিল দ্বৈত নাগরিকত্ব। যার অন্যদেশের প্রতি এলিজিয়েন্স বা আনুগত্য থাকে সে কখনোই নিজ দেশের মঙ্গলের জন্য কাজ করবে না, এর দ্বারা কখনোই শুভ কাজ হতে পারে না। একজন বিচারপতির কী করে দ্বৈত নাগরিকত্ব থাকতে পারে ? এটা সম্পূর্ণরুপে অনৈতিক এবং ন্যায়ের বিচারে অপরাধী। এ ধরনের ব্যক্তি কখনোই নিরপেক্ষ বিচার করতে পারে না।”
“দ্বৈত নাগরিকত্ব লুকিয়ে রেখে বিচারকের দায়িত্ব পালনের জন্য বিচারাঙ্গনের এই সাবেক ব্ল্যাকশীপের বিচার হওয়া উচিৎ। আমরা মাননীয় প্রধান বিচারপতির নিকট আবেদন জানাচ্ছি-বিচারপতি শামসুদ্দিন মানিককে গ্রেফতারের নির্দেশ দিয়ে তার বিচারের উদ্যোগ গ্রহণ করা হোক।”