দোহার – নবাবগঞ্জ ঐক্য ফ্রন্ট ভেনিস ইতালীর পূর্ণাঙ্গ কমিটি গঠন ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

জাকির হোসেন সুমন , ইতালী : ইতালীর পর্যটন নগরী ভেনিসে বসবাস রত ঢাকা জেলার বাসিন্দা দের নিয়ে দোহার – নবাবগঞ্জ ঐক্য ফ্রন্ট ভেনিস ইতালী নামে নতুন

একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। সম্প্রতি সংগঠনটি আহবায়ক কমিটি গঠন করলেও , মহান বিজয় দিবস উদযাপন ও আলোচনা সভাট

আয়োজন করে সংগঠন টি। গত কাল ভেনিসের মেসএে একটি হল রুমে আয়োজিত আলোচনা সভায় বিজয় দিবস এর আলোচনা শেষে সর্ব সম্মতি ক্রমে ৫১ সদস্য কমিটি

ঘোষনা করা হয় । আহবায়ক কমিটির আমিনুল ইসলাম কে সভাপতি , আব্দুল নাছির কে সাধারন সম্পাদক ও শেখ লিটন কে সাংগঠনিক সম্পাদক পদে ঘোষনা দেয়া হয় ।

নব গঠিত কমিটির নেতৃবৃন্দ জানান , দল মতের উর্ধে থেকে তাদের এ সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠনটি প্রবাসী বাংলাদেশী কমিউনিটির জন্য কাজ করে

যাবে। সে সময় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠন টির উপদেষ্টা হাফিজ উদ্দিন , আইউব রানা , লিংকন খালাসী , চৌধুরী মনির , মাহতাব

গাজী , খায়ের বেপারী , ছালাম মোল্লা , রুমান শেখ প্রমুখ ।