অনলাইন ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য প্রার্থী মনোনয়ন না দেওয়ায় বিএনপির ভরাডুবি হয়েছে। আমি মনে করি, বিএনপির দোষেই তারা ৭ আসন পেয়েছে। এ ছাড়া দুর্নীতি ও সন্ত্রাসের কারণেই তাদের ভরাডুবি হয়েছে। আর মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে বলে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে।
সোমবার বিকেলে গণভবনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব মন্তব্য করেন। এ সময় ৩০টি দেশের পর্যবেক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনা বলেন, এবারের ভোটে কোনো কারচুপি হয়নি। কেউই যদি প্রমাণ করতে পারে কারচুপি হয়েছে। তাহলে পুনরায় ভোট হতে তো আমাদের আপত্তি নেই।
প্রধানমন্ত্রী আরো বলেন, আজকের পরাজিতরা যদি জনগণের জন্য রাজনীতি করে, তাহলে তারাও আগামীতে ক্ষমতায় যেতে পারে। জনগণের জন্য রাজনীতি করলে জনগণের ভোটে ক্ষমতায় যাওয়া যায় বলেও জানান তিনি।
এ সময় মাদক, দুর্নীতি ও জঙ্গীবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার আগে যেমন সোচ্চার ছিল তা এখনো বজায় থাকবে।