দীপিকা নয় ক্যাটরিনাকে বেছে নিলেন রণবীর

বিনোদন ডেস্ক : দুজনই সাবেক প্রেমিকা হলেও দীপিকা পাড়ুকোনের চেয়ে ক্যাটরিনা কাইফকে বেশি পছন্দ করেন বলে জানিয়েছেন রণবীর কাপুর।সম্প্রতি নেহা ধুপিয়ার একটি পডকাস্ট শোয়ে দীপিকা এবং ক্যাটরিনার মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়  রণবীরকে। তখন ক্যাটরিনাকে বেছে নেন রকস্টার সিনেমা খ্যাত এ অভিনেতা। একটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও অনেকবার আলোচনায় এসেছেন রণবীর কাপুর। কিন্তু কোনো বিষয়ে খুব একটা কথা বলেন না তিনি। প্রথমে দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনায় ছিলেন তিনি। পরবর্তীতে দীপিকাকে ছেড়ে ক্যাটরিনার প্রেমে পড়েন রণবীর। দীর্ঘ ছয় বছর প্রেম করে গত জানুয়ারিতে ব্রেকআপ হয় রণবীর-ক্যাটরিনা জুটির।রণবীর এখন ব্যস্ত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার প্রচারণা নিয়ে। আগামী ২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে রণবীর ছাড়াও অভিনয় করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, আনুশকা শর্মা এবং ফাওয়াদ খান।