‘থার্টি ফার্স্টে অনুমতি সাপেক্ষে ক্লাব-হোটেলে অনুষ্ঠান করা যাবে’

নিজস্ব প্রতিবেদক
থার্টি ফার্স্টে অনুমতি সাপেক্ষে ক্লাব, হোটেল, রেস্তোরা ও বাসা-বাড়িতে অনুষ্ঠান করা যাবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
বৃহস্পতিবার সকালে ডিএমপি কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আছাদুজ্জামান মিয়া জানান, থার্টি ফার্স্ট নাইটে রাজধানীজুড়ে থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ হাজার সদস্য।
তিনি আরও বলেন, জণগণের নিরাপত্তার প্রতি হুমকি হতে পারে এ ধরনের যে কোন কর্মকান্ড অতন্ত শক্তভাবে আমরা আমাদের পেশাদারিত্বের মধ্য দিয়ে প্রতিহত করব।