তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়নামতিতে অগ্নিসংযোগ বাড়ী-ঘরে হামলা

শাহ আলম শফি
কুমিল্লার বুড়িচং উপজেলার বাজেহুরা এলাকায় শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ বাড়ী-ঘরে হামলা ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীদল। এসম মোঃ পলাশ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্ঠা চালিয়েছে সন্ত্রাসীরা। এঘটনায় আহতের পিতা বাদী হয়ে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
থানার অভিযোগ সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেহুরা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাত সাড়ে ৭ টায় জালালপুর গ্রামের মোঃ মামুন ভূইয়া (২৭), মোঃ রনি (২৮), মোঃ জনি (২০), মোঃ রাসেল ভূইয়া (২৪), মোঃ জসীম উদ্দিন (২৬), মোঃ ইমন ভূইয়া (২৬)সহ ১০/১৫ জনের একটি সন্ত্রাসীদল পার্শ্ববর্তী বাজেহুরা গ্রামের মোঃ লিল মিয়া(৫০) এর বশত বাড়ীতে হামলা চালায়। সন্ত্রাসীদল এসময় লিল মিয়ার ঘরে প্রবেশ করে বাড়ীর লোকজনদের মারধর করে মূল্যবান আসবাপত্র ভাংচুর চালিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার মোবাইল ফোন লুট করে। আহতদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীদল দ্রুত ঘটানাস্থল ত্যাগ করে। বাড়ীতে হামলা খবরে লিল মিয়ার ছেলে মোঃ পলাশ (৩২), মোটরসাইকেল যোগে বাড়ীতে রওনা হয়। পলাশ জৈনক ছাফর আলীর বাড়ীর কাছে পৌঁছা মাত্র ওই সন্ত্রাসীদল রাস্তায় বেরিক্যাড দিয়ে মোটরসাইকেল থামিয়ে পলাশের উপর হামলা চলায়। সন্ত্রাসীরা এসময় পলাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে। পলাশের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসতে থাকলে সন্ত্রাসীরা পলাশের মোটরসাইকেলে আগুন ধারিয়ে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত পলাশ’কে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। খবর পেয়ে দেবপুর পুলিশ ফাঁড়ীর এস আই মনির হোসেন, এ এস আই জহির, এএসআই সোহেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে। আহত পলাশ বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এ ঘটনায় আহত পলাশের বাবা লিল মিয়া বাদী হয়ে গতকাল রোববার উপরোক্ত সন্ত্রাসীদের নামে বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছে। #