একাত্তরলাইভ ডেস্ক: আগামী ৪ নভেম্বর (রোববার) কমিশন বৈঠক করে আগামী জাতীয় নির্বাচনের তফসিলের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ কথা জানান সিইসি। সিইসি আশা করেছেন, সব দল নির্বাচনে অংশ নেবে।
সিইসি আরো বলেন, ‘তফসিল নিয়ে কোনো কথা হয়নি প্রেসিডেন্টের সঙ্গে। এটি ছিল একটি অবহিতকরণ সাক্ষাৎ। সাধারণত জাতীয় নির্বাচনের আগে প্রেসিডেন্টকে সবকিছু অবহিত করতে এ ধরণের সাক্ষাৎ করতে হয়। তবে নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে ৪ঠা নভেম্বরের বৈঠকে সিদ্ধান্ত হবে।’
এর আগে আজ বিকাল ৩টা ৩৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে অপর চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বঙ্গভবনে প্রবেশ করেন। সাক্ষাতের জন্য বিকাল ৪টায় সময় নির্ধারিত রয়েছে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন। প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে প্রতিনিধি দল ৫টা ২০ মিনিটে বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন। একাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হওয়ার পর নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে নির্বাচন কমিশনে।