আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ
বরিশালের আগৈলঝাড়ায় পরিবার নিয়ে ঢাকা থেকে লঞ্চে বাড়ি ফেরার পথে এক যুবতী নিখোঁজ হওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের জলিল সরদারের বোন শিউলি বেগম তার তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে শুক্রবার রাতে ঢাকার সদরঘাট থেকে বরিশালের গৌরনদী এমভি-মানসী লঞ্চে বাড়ি ফেরার পথে চাঁদপুরের কাছাকাছি আসলে শিউলি বেগমের বড় মেয়ে সেলিনা আক্তার (১৮) ঘুম থেকে উঠে লঞ্চের নিচ তলায় নেমে বাথরুমে যায়। কিন্তু শিউলি বেগমের ঘুম ভাঙ্গলে তার মেয়েকে দেখতে না পেয়ে পাশের লোকজনকে বললে তারা বলে আপনার মেয়ে হয়তো বাখরুমে গেছে। অনেকক্ষন ধরে অপেক্ষা করার পরও যখন সেলিনা ফিরে আসছিলনা তখন তার মা লঞ্চের বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। এরির্পোট লেখা পর্যন্ত সেলিনার কোন সন্ধান পাওয়া যায়নি। এব্যপারে গৌরনদী থানায় অভিযোগ দিতে গেলে আজ এমভি-মানসী লঞ্চ গৌরনদী আসলে সরেজমিন পুলিশ পরির্দশন করবে বলে জানান। এদিকে সেলিনার কোন সন্ধান না পাওয়ায় তার মাসহ পরিবারের লোকজন পাগলপ্রায়।