ঢাকায় ইংল্যান্ড ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে তিন ওয়ানডে ও দুইটেস্টের সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল।শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ইংল্যান্ড দলকে বহনকারী বিমান।গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর অনিশ্চিত হয়ে পড়েছিল।পরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)প্রধান নিরাপত্তা কর্মকর্তা রেগ ডিকাসনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে যান। তাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতেই গত ২৫ আগস্ট বাংলাদেশ সফরে দল পাঠানোর ঘোষণা দেয় ইসিবি।যদিও নিরাপত্তা শঙ্কায় সফর থেকে নিজেদের সরিয়ে নেন ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগান ও ওপেনার ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। এ ছাড়া চোট না সারায় সফরে আসার আগ মুহূর্তে দল থেকে ছিটকে পড়েন দুই পেসার জেমস অ্যান্ডারসন ও মার্ক উড। তাদের জায়গায় দলে ঢুকেছেন স্টিভেন ফিন ও জ্যাক বল। মরগানের পরিবর্তে ওয়ানডেতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন জস বাটলার।আগামী ৪ অক্টোবর ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। বাংলাদেশের সঙ্গে তাদের প্রথম দুটি ওয়ানডে হবে ৭ ও ৯ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডে ১২ অক্টোবর। একই ভেন্যুতেই ২০ অক্টোবর থেকে শুরু প্রথম টেস্টের আগে দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ২৮ অক্টোবর থেকে।