একাত্তরলাইভডেস্ক: ইউরো চ্যাম্পিয়নশিপের এবারের আসরটা ডেনমার্কের জন্য বড় এক ট্র্যাজেডি হয়ে থাকল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে খেলা চলাকালীন সময়ে তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ান এরিকসেনের হার্ট অ্যাটাকের পর ম্যাচটি অপ্রত্যাশিতভাবেই তারা হেরে যায়। এমনিতেই মানসিকভাবে দলের খেলোয়াড়দের অবস্থা ছিল নাজুক, তার মধ্যে খেলা চালিয়ে যাওয়ার কারণেই বরং তারা হয়েছিল প্রশংসিত।
দ্বিতীয় ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ঘুরে দাঁড়ানোই তাদের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। শুরুতে গোল দিয়ে আশার পালে হাওয়াও লাগিয়েছিল। তবে ফিফার র্যাংকিংয়ের এক নম্বরে থাকা দলের সঙ্গে আর পেরে ওঠেনি, ২-১ গোলে হেরে ডেনিশরা এবারের আসর থেকে বিদায় নিয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) কোপেনহেগেনে অনুষ্ঠিত ম্যাচটি দুই দলের জন্যই অভিন্ন কারণে আবেগের উপলক্ষ ছিল। এরিকসেন যেন তাদের মনের মণিকোঠায় ছিলেন খেলাজুড়ে। মাত্র দ্বিতীয় মিনিটেই ইউসুফ পউলসেনের গোল করে ডেনমার্ককে স্বপ্নের মতো সূচনা এনে দেন।
বিরতির পর অবশ্য বেলজিয়াম ঘুরে দাঁড়ায়। ৫৪ মিনিটে কেভিন ডি ব্রুইনের পাসে বল পেয়ে থোরগান হ্যাজার্ড গোল করে ম্যাচে সমতা ফেরান। ৭০ মিনিটে এডেন হ্যাজার্ডের কাছ থেকে বল নিয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে দর্শনীয়ভাবে নিশানাভেদ করে ডি ব্রুইন ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন।
এই জয়ে খেলায় ৬ পয়েন্ট পেয়ে পরের রাউন্ডের টিকেট কেটেছে বেলজিয়াম। এক ম্যাচ বাকি থাকা ডেনমার্ক দুইটিতে হারায় তাদের বিদায় ঘন্টা বেজেছে। রাশিয়ার বিপক্ষে তাদের ম্যাচটি এখন নিয়ম রক্ষার খাতিরেই খেলতে হবে। যদিও রাশিয়ার জন্য ওই ম্যাচ জেতা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ।