ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতির বাবার মৃত্যুতে শরীয়তপুরে সর্বত্র শোক

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর-৩ আসনের সাংসদ আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি, বিষর্স্ত ডামুড্যা উপজেলা ছাত্রলীর সভাপতি মোঃ মেহেদী হাসান রুবেল মাদবরের বাবার  মোঃ দুলাল মাতবর (৮২) নিজ বাড়িতে মূতু বরণ করেন। তার মৃত্যুতে শরীয়তপুর সর্বত চলছে র্শোক। তার  মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে সাধারন মানুষ সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতা র্কমিরা উপস্থিত হন। এসময় র্শোক প্রকাশ করেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু,ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী, পৌর মেয়র হুমায়ুন কবির(বাচু) ছৈয়াল, জেলা আইনজীতি সমিতির সভাপতি এড.আবুল কালাম আজাদ(গেরীলা আজাদ) আব্দুর রাজ্জাক সেতু বাস্তবায়ন পরিষদ ও নিরাপদ সড়ক চাই নির্সার জেলার সভাপতি এড. মুরাদ হোসেন মুন্সী,সাধানর সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান,জেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক রাসেদুল ইসলাম,ডামুড্যা উপজেলা যুবলীগ ছাত্রলীগ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন । মোঃ দুলাল মাতবর শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার দক্ষিন ডামুড্যায় ১৯৩৪ সালের জন্ন্য গ্রহন করেন। মূতুকালে তিনি ৫ ছেলে ৪ মেয়ে সহ অশংগ গুনগাহী রেখে যান। তার বড় ছেলে ব্যাবসাই মোঃ দুলাস মাদবর,মেজু ছেলে ডামুড্যা পৌর সভার প্যানেল মেয়র আসাদুজ্জামান (বাচু) মাতবর,সেজু ছেলে সৌদী প্রভাষী,বাদল মাতবর, ছোট ছেলে শরীয়তপুর জজ কোডের এড,মোঃ কাজল মাতবর