ডাকে পাঠানো বাক্সে বাঘ শাবক!

অনলাইন ডেস্ক: পাচারের ঘটনায় বিশ্বে বেশ পরিচিত নাম মেক্সিকো। মেক্সিকোর সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে মাদক থেকে শুরু করে মানুষ সবই পাচার হয়। মাদক পাচারের জন্য পাচারকারীরা অনেক ক্ষেত্রে ডাক ব্যবস্থাকে কাজে লাগায়। তবে এবার ডাকে করে একটি বাঘ শাবক পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মেক্সিকোর জালিসকো থেকে ডাকে করে একটি বাঘ পাঠানো হচ্ছিল কোয়েরেতারো। নীল রঙের বাক্সটি দেখে কারো তেমন সন্দেহই হয়নি। আর একটি ধাপ পার হলেই চলে যেত বাক্সটি। কিন্তু হঠাৎ সেই নীল বাক্সটি দেখে অনুসন্ধানী ‘পুলিশ কুকুর’ ইঙ্গিত দিলেই ভালোভাবে নজর দেয় নিরাপত্তাকর্মীরা। কুকুরের সন্দেহ হওয়ায় বাক্সটি খোলার সিদ্ধান্ত নেয় পুলিশ। আর বাক্স খুলেই সবার চোখ ছানাবড়া। বাক্সের মধ্যে মিললো আস্ত একটা বাঘ শাবক।

কুরিয়ারে করে বাঘ পাচারের বিষয়টি মেক্সিকো পুলিশ ফেসবুকে পোস্ট করতেই তা বেশ আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ জানিয়েছে, দুই মাস বয়সী বাঘ শাবকটি দীর্ঘক্ষণ বাক্সবন্দি থাকলেও কোন বিপদ ঘটেনি। তবে এভাবে বাক্সের মধ্যে করে বিনা খাদ্যে বাঘ পাচারের ঘটনাকে অনেকেই অমানবিক বলে আখ্যায়িত করেছেন। পুলিশের চোখ ফাঁকি দিয়ে বাঘ পাচারের রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পুলিশ।