মৌলভীবাজার প্রতিনিধি:
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, কিছু ইলেকট্রনিক মিডিয়ায় টকশোর নামে আলোচনায় অংশগ্রহণকারীরা বিচার বিভাগ-সংক্রান্ত বিষয়ে ভুল ও অপব্যাখ্যা প্রদান করছেন। তাই বিচার বিভাগ সম্পর্কে কোনো ধরনের অপব্যাখ্যা না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার দুপুরে মৌলভীবাজার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ কথা বলেন।
তিনি বলেন, ‘বিচার বিভাগ নিয়ে সরকারের ভুল বোঝাবুঝি রয়েছে। সমন্বয় ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। গণতন্ত্র, সংবিধান, আইনের শাসন মানলে বিচার বিভাগের স্বাতন্ত্র্য রক্ষা হবে।’
আপিল বিভাগে এখন সাতজন বিচারপতি রয়েছেন। তবে সঠিকভাবে কার্যক্রম চালাতে আপিল বিভাগে কমপক্ষে ৫০ জন বিচারপতি প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
মৌলভীবাজার জেলা ও দায়রা জজ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী আমিরুল ইসলাম, আইনজীবী সমিতির সভাপতি কামাল উদ্দিন আহমদ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ ও যূথী সিনহা।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিচার বিভাগের উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্বারোপ করে কার্যক্রম পরিচালনা করছে।